শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতি সভা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৪ পিএম | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৪ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সদর উপজেলাব্যাপি সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে শনিবার বিকালে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাম্ম মন্দিরে বিভূতিভূষণ সেন মিলনায়তনে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত জেলা ও সদর পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় সদর উপজেলা পূজা মন্ডপগুলোর সভাপতি সাধারণ সম্পাদকসহ  সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাশেষে  সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম জানান, সদর উপজেলার ৫ ইউনিয়নের মোট ১৮টি প্রতিমা পূজা ও ১৩ টি ঘট পূজার মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ ছাড়া

মন্দিরগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে তিনি জানান । 

এ ছাড়া পূজা মণ্ডপগুলোতে পূজা মণ্ডপে অপরিচিতদের উপস্থিতি ও অশালীন আচরণ পর্যবেক্ষণ এবং স্থানীয় মণ্ডপের সদস্যদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে