মাধবপুরে প্রায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় গাঁজা ও চোরাইপণ্য উদ্ধার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩১ পিএম | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩১ পিএম
মাধবপুরে প্রায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় গাঁজা ও চোরাইপণ্য উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান রোববার ভোর রাতে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নে একটি আভিযানিক ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এবং তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ড্্রাম ট্রাক, মাইক্রোবাস এবং কার্ভাট ভ্যান অভিযান চালিয়ে ৩ কোটি ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, শাড়ী, জিরা, চকলেট ও ফুচকা উদ্ধার করে। তাছাড়া হবিগঞ্জের বানিয়াচং সড়কের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের শাড়ী, ফুচক, জিরা উদ্ধার করেন।

৫৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান দেশের সীমান্ত সুরক্ষা  সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে