পদত্যাগের সিদ্ধান্ত নিলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩২ পিএম | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩২ পিএম
পদত্যাগের সিদ্ধান্ত নিলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) বিভক্তির ঝুঁকিতে পড়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এনএইচকে। রোববার (৭ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে জাপানজুড়ে আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন।

গত বছরের সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা চাপে ছিলেন ইশিবা। তার নেতৃত্বাধীন জোট সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ে উচ্চকক্ষ নির্বাচনে বড় পরাজয়ের পর থেকেই তার পদত্যাগের দাবি ওঠে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অস্থিতিশীলতা ভোটারদের ক্ষোভ বাড়িয়েছে। এরই মধ্যে ইয়েন ও সরকারি বন্ড বাজারেও বড় ধরনের ধস নামে। বিশেষ করে ৩০ বছরের সরকারি বন্ডের ফলন ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করে।

এলডিপির নেতৃত্ব নির্বাচনের শেষ পর্যায়ে ইশিবা অল্প ব্যবধানে সানায়ে তাকাইচিকে হারালেও দলের ভেতরে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। গত সোমবার এলডিপি বিশেষ নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেওয়ার পরই জল্পনা তীব্র হয়। তাকাইচি সুদের হার বাড়ানোর নীতির বিরোধিতা করে তুলনামূলক শিথিল আর্থিক ও মুদ্রানীতির সমর্থক হিসেবে পরিচিত, তাই বাজার তার দিকেই নজর দিচ্ছে।

ইশিবা ক্ষমতায় আসার সময় দল ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তিনি তা পূরণ করতে ব্যর্থ হন বলে সমালোচনা বেড়েছে। এখন তার পদত্যাগের ফলে নতুন নেতৃত্বের হাতে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দায়িত্ব পড়বে।

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আগে ইশিবার শেষ দায়িত্ব হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করা। ওই চুক্তির অধীনে জাপান ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, বিনিময়ে যুক্তরাষ্ট্র জাপানের গাড়ি শিল্পে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে।