ভালুকায় বিদ্যুৎষ্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
ভালুকায় বিদ্যুৎষ্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু

ভালুকায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থরা হলো উপজেলার মামারিশপুর গ্রামের মো. উজ্জল শেখের ছেলে আব্দুল মুমিন (১৮), মো. মাহাদী হাসান(১৭) এবং ভালুকা পৌর সভার চার নম্বর ওয়ার্ডের অর্জুন সরকারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র অপু সরকার (১৪)। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়িতে এবং রাতে ভালুকা পৌর সভার চার নস্বর ওয়ার্ড এলাকায় ওই মৃত্যুর ঘটনা ঘটে। 

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার (০৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবীর ছুটির দিন মধ্য হরিরবাড়ি মাদরাসাতুল রওজাতুন সুন্নাহ আল আরাবিয়া এতিমখানা মাদরাসার মিজান শ্রেণির ওই দুই শিক্ষার্থী মাদরাসার পাশের ডুবা সেচ দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে পানি কম উঠায় সেচ মোটর মেরাতমত করতে গিয়ে তারা বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, ওই দিন রাতে পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অপু বিদ্যুৎষ্পৃষ্ট হয় এবং ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে