আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওঃ ইসহাক চোকদার ব্যাপক গণসংযোগ করে মাঠ চোষে বেড়াচ্ছেন। গত শুক্রবার তিনি চরভদ্রাসন উপজেলার বিভিন্ন হাট বাজারে ও রাস্তা ঘাটে সকল পেশাজীবীর সাথে সৌজন্য স্বাক্ষাত সহ গণসংযোগ করেছেন। এ গণসংযোগ কালে দলের নেতাকর্মীরা লম্বা সারিবদ্ধ হয়ে মুখে কালেমার ধ্বনি নিয়ে বিচরন করেন এবং সকলের হাতে হাতে লিফলেট বিতরন করেন।
এ সময় মাওঃ ইসাহাক চোকদারের সাথে ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী সেলিম হোসাইন, সেক্রেটারী আব্দুল মান্নান, সদরপুর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাবিব মাষ্টার, সেক্রেটারী মুক্তার হোসেন। এছাড়া অন্যান্য নেতাকর্মীদের মধ্যে মাওঃ ইসাহাক চোকদারের সঙ্গে ছিলেন মোঃ জাফর উল্লাহ, আবুল হাসান, শহীদ মোল্যা, সাহেব আলী, মোতাহার হোসেন ও হাজী সানা উল্লাহ প্রমূখ।
জানা যায়, “সব দল দেখা শেষ, ইসলামী আন্দোলনে বাংলাদেশ, মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র। নারায়ে তাকবীর- আল্লাহু আকবার, শান্তির মার্কা, হাত পাখা মার্কা। চরমোনাই হুজুরের সালাম নিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগ দিন, ইসহাক চোকদারের সালাম নিন, হাত পাখা মার্কায় ভোট দিন” এসব শ্লোগানে নিয়ে গত ৫ সেপ্টেম্বর চরভদ্রাসন উপজেলার বিভিন্ন হাট/বাজার ও মসজিদের মুসল্লিদের সাথে গণসংযোগ করেন তিনি।
মাওঃ ইসাহাক চৌকদার এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “ সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত একটি ইসলামিক সুশিল সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমি রাজনীতির মাঠে আছি। তিনি আরও বলেন, দেশের মানুষের মুক্তির জন্য সবাইকে ইসলামী আন্দোলনের পতাকা তলে আসার আহবান জানাচ্ছি। মুক্তির একমাত্র পথ ইসলাম, আর এই ইসলামই দিতে পারে মানুষের শান্তি। তাই ন্যায় বিচার পেতে হলে ইসলামী শরীয়াহ্ আলোকে শাসনব্যবস্থা কায়েম করতে হবে। সে জন্য তিনি সকলকে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন দলের প্রতীক হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।