৬৮ পাবনা ১ সংসদীয় আসনের সীমানা পূর্ণবহালের দাবিতে

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, ২০ কিমি যানজট

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৮ পিএম
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, ২০ কিমি যানজট

৬৮ পাবনা ১ (বেড়া-সাঁথিয়া) সংসদীয় আসনের সীমানা পুর্ণবহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেড়া উপজেলার বাসিন্দারা। এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বেড়া সিএন্ডবি বাজার এলাকায় শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের দুপাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক।

নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া গেজেটে  পাবনা  ১ আসনে অন্তর্ভুক্ত বেড়া বাদ দিয়ে পাবনা  ২ (সুজানগর-বেড়া) অন্তর্ভুক্ত করায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের নেতৃত্বে ,সাধারণ সমপাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সমপাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সমপাদক মইন উদ্দিন খাজার পরিচালনায় বেড়া উপজেলার বিএনপির উদ্যোগে মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বেড়া সাঁথিয়া আসনটি পূর্ণবহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। 

এ সময় অবরোধকারীরা বলেন, সমপূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত।তারা স্লোগান দেন সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই । পাবনা-১ এর সীমানা কারো একক সমপদ নয়,'জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখা যাবে না। গণদাবি অমান্য হলে গণআন্দোলন করা হবে। নির্বাচন কমিশনের অবৈধ গেজেট মানি না মানবো না। বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানব না' ইত্যাদি স্লোগান দেন। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় প্রশাসনের আশ্বাসে এবং মহাসড়কে যাত্রীসাধারণ ভোগান্তির কথা বিবেচনা করে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।

বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে