আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উৎসবমুখর হয়ে উঠেছে সাতক্ষীরা। এবছর জেলার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে মহাধূমধামে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ন-৩৩ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
এছাড়াও সভায় যোগ দেন সাতক্ষীরার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা মন্দির সমিতি, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, এবছর সাতক্ষীরা সদর উপজেলায় ১০৬টি, তালায় সর্বাধিক ১৯৫টি, আশাশুনিতে ১০৩টি, শ্যামনগরে ৬৯টি, কলারোয়ায় ৪৪টি, কালীগঞ্জে ৪৯টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা পৌরসভায় রয়েছে পরিবেশে উদযাপিত করতে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।১৮টি মণ্ডপ।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাঠে থাকবেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এ বছরের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন