ভূঞাপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪০ পরিবার পেল খাবার সহায়তা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৮ পিএম
ভূঞাপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪০ পরিবার পেল খাবার সহায়তা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২৪০ টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সহায়তা বিতরণ করা হয়। গতকাল রবিবার উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল বাসুদেবকোল ফকির মাঈন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ২৪০ জন ভাঙ্গন কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন,  অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন (দিলশাদ)।

আপনার জেলার সংবাদ পড়তে