ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ রোগী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৬ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ রোগী

এডিস মশাবাহিত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন রোগী। রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, যেখানে নতুন রোগীর সংখ্যা ৯৪ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা বিভাগে ৮৫ জন করে মোট ১৭০ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ৮০ জন। রাজশাহী বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন একজন।

চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৪১১ জন রোগী।

গত বছরের তুলনায় এ বছর আক্রান্ত ও মৃত্যুর হার এখনও তুলনামূলকভাবে কম হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। কারণ ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন।

আপনার জেলার সংবাদ পড়তে