রায়গঞ্জে নব মুসলিম মুকুলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী-ছেলে আটক

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) :
| আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম
রায়গঞ্জে নব মুসলিম মুকুলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী-ছেলে আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুকুল (৬০) নামে এক নব মুসলিম বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুকুলের স্ত্রী গোলকজান ও ছেলে আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা গ্রামের বাসিন্দা মুকুল হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি পূর্ব পাইকড়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে গোলকজানকে বিয়ে করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরিবারের দাবি, শুক্রবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন মুকুল। ভোর রাতে বাড়ির পাশের কাঁঠালগাছে দড়ি বেঁধে আত্মহত্যা করেন। তবে প্রতিবেশীদের অভিযোগ, বিষয়টি আত্মহত্যা নয়; বরং হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মুকুলের স্ত্রী ও ছেলেকে থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে