বালুটানা গাড়ীর সাথে মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
বালুটানা গাড়ীর সাথে মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইঞ্জিনচালিত বালু টানা অবৈধ গাড়ির (পটাং) সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী জোসনা বেগম ওরফে রিক্তা (৪৪) গুরুতর আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি-পাংশা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে বালিয়াকান্দি থেকে বাড়ি ফেরার পথে শালমারা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত অবৈধ বালু টানা গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মতিয়ার রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বালু টানা পটাং গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে