ভালুকায় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
ভালুকায় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় ভালুকা উপজেলার চামিহাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টাংঙ্গাইল জেলার মধুরপুর উপজেলা আদিবাসী ফুটবল একাদশ বনাম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা ডাকাতিয়া ফুটবল একাদশ মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ফলে ট্রাইবেকারে ডাকাতিয়া ফুটবল একাদশ এক গোলে বিজয়ী হয়। খেলা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম। খেলা শেষে প্রধান অতিথি মুর্শেদ আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলার শুভ উদ্ধোধন করেন ভালুকা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ। এর আগে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলী কমান্ডারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক রুহুল আমীন রুহুল,সদস্য সিরাজুল ইসলাম ঢালী,নুরুল হক মন্ডল,বুলবুল আহাম্মেদ,শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,স্বেচ্ছাসেবকদল নেতা তিয়াস মোহাম্মদ শুভ,বিএনপি নেতা আফাজ উদ্দিন, শহিদ মিয়া, সেলিম মিয়া,আব্দুল কদ্দুস, মোন্তাজ আলী, প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে