রাজশাহীর বাঘায় হ্যাকারসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা সবাই হ্যাকার প্রতারণা ও ওয়ারেন্টভূক্ত বিভিন্ন মামলার আসামীরা হলেন-উপজেলার হাবাসপুর গ্রামের জাবেদ আলীর ছেলে মিনারুল ইসলাম (২২), মামুন আল হকের ছেলে মিজানুর রহমান পলাশ (২৮), রুহুল আমিনের ছেলে আনারুল ইসলাম (৩৮), উত্তর মিলিক বাঘা গ্রামের তেতুল উদ্দিনের ছেলে পিয়াস ইসলাম (২০), মুর্শীদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আলামিন ওরফে আল আমিন (২২), কিশোরপুর বিলপাড়া গ্রামের মৃত আলীম ওরফে আলী মন্ডলের ছেলে লালন ওরফে আনারুল ইসলাম (৩৪), আড়ানী ঝিনা গ্রামের মৃত আ: কাশেম গাজীর ছেলে রাজীব গাজী (২৪), কেশবপুর গ্রামের আহম্মদ প্রামানিকের ছেলে বিদ্যুত প্রামানিক ওরফে গাদি (৪৫)।
এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।