বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়খালীর সেনবাগে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা।
শনিবার বিকালে বিএনপি জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মো. মফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে কাজী মফিজ গ্রুপ । দলীয় কার্যারয়ের সামেন থেে শেভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ পৌর শহরের থানের মোড়ে এসে সেনবাগ পৌর বিএনপি সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মো. মফিজুর রহমান। এসময় সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, বিএনপি নেতা ভিপি ওমর ফারুক, মির্জা মো. সোলাইমান প্রমুখ উপস্থিত ছিলেন।