মোল্লাহাটে মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্র্ধষ চুরি

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৬ পিএম
মোল্লাহাটে মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্র্ধষ চুরি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত শেখ জিন্নাত আলীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, এটিএম কার্ডসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার স্ত্রী মর্জিনা বেগম অসুস্থ হয়ে গত ২৫ আগস্ট থেকে খুলনায় মেয়ে জামাইয়ের বাসায় চিকিৎসাধীন ছিলেন। এ সুযোগে বাড়িতে কেউ না থাকায় অজ্ঞাত চোর চক্র তার দালানের তালা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ১২ হাজার টাকা, চাকরি ভাতার একটি ও মুক্তিযোদ্ধা ভাতার একটি এটিএম কার্ড, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে মর্জিনা বেগম বাড়িতে এসে বিষয়টি দেখতে পান এবং পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের করেন।

প্রয়াত মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর দুই মেয়ে বিবাহিত এবং একমাত্র ছেলে পুলিশে চাকরিরত থাকায় স্ত্রী মর্জিনা বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন।

মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, “অসুস্থ হয়ে চিকিৎসার জন্য খুলনায় থাকার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে সব স্বর্ণ, নগদ টাকা ও দলিলপত্র নিয়ে গেছে। আমি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে