ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি সান্তাহার স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দ ও প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ট্রেনটি ভদ্রকালী এলাকায় এসে থেমে যায়। যাত্রীরা কয়েক ঘণ্টা ধরে আটকে ছিলেন, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ভদ্রকালী ও হলহলিয়া রেলসেতুর মাঝামাঝি স্থানে রেললাইনের একটি অংশ ভেঙে যায়। এ কারণে বগিটি লাইনচ্যুত হয় এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত হওয়ার পর ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলোর একটি অংশ রেখে বাকিগুলো জয়পুরহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রেললাইনের স্লিপারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ট্রেনটির পাওয়ার কার লাইনচ্যুত হয়েছিল। উদ্ধার শেষে রুটে ট্রেন চলাচল শুরু হয়। এ সময় সীমান্ত এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রাখা হয়েছিল।
দুর্ঘটনার পর যাত্রীদের ভোগান্তি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।