বাজিতপুরে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা ও আলোচনা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৬ পিএম
বাজিতপুরে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা ও আলোচনা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সোনালী ব্যাংক পিএলসি শাখায় আজ সোমবার সকাল ১১টায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভার সভাপতিত্ব করেন এই ব্যাংকের ম্যানেজার ও এজিএম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মায়মনসিংহ সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার অফিসের সিনিয়র প্রিন্সিপাল আফিসার সুস্থির রঞ্জন সরকার। এ সময় গ্রাহক পক্ষ সেবার মধ্যে আর্থিক খাতের সেবা সমূহ, ডিজিটাল আর্থিক খাত, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, ঋণ ও বিনিয়োগ,উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন খাত নিয়ে গ্রাহকদের সাথে আলোচনা করেন। অত্র ব্যাংকের সিনিয়র অফিসার শারমিন সরকার, নূরুল আমিন, আব্দুল্লাহ আল মামুনসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে