নাটোরের সিংড়ার এক নিহীর কৃষকের রাতারাতি জমির পাকা ধান কেটে নেয়ার পর এবার সেই জমিতে রাতারাতি হালচাষ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার ইটালী গ্রামের পূর্ব মাঠে কৃষক আবু বক্কর সিদ্দিক এর ৫৪ শতক জমিতে এই হালচাষ করা হয়। এর আগে চলতি মাসের শুরুতেই রাতারাতি ওই জমির পাকা ধান কেটে নেয়া হয়। জমি-জমা নিয়ে বিরোধে প্রতিপক্ষ ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড সদস্য সোহাগ মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। সস্থানীয় কৃষক আব্দুল করিম, আব্দুল আলীম, শামীম হোসেন বলেন, বিরোধপূর্ণ জমি নিজের দখলে দেখাতেই রাতারাতি ধান কেটে নিয়ে এবার সেই জমিতেই রাতারাতি হালচাষ করেছেন যুবলীগ নেতা সোহাগ মোল্লা ও তার লোকজন। এবিষয়ে জমির মালিক কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, তার দীর্ঘ দিনের ভোগ দখলকৃত সম্পত্তি দখলে নিতে ইউপি সদস্য সোহাগ মোল্লা মরিয়া হয়ে উঠেছেন। অতিকষ্টে ঋণ করে লাগানো জমির ধান রাতারাতি কেটে নেয়া হলেও থানায় অভিযোগ করেও তিনি কোন বিচার পাননি। এবার সেই জমিতেই রাতের আঁধারে হালচাষ করেছে প্রতিপক্ষরা। আর অভিযুক্ত ২ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগ নেতা সোহাগ মোল্লা বলেন, জমিটি নিয়ে প্রতিপক্ষের সাথে আদালতে মামলা রয়েছে। জমির ধান কেটে নিয়ে আবার রাতারাতি হালচাষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন তালবাহনা শুরু করেন। আর আগামী কাল সাক্ষাতে সবকিছু বলবেন। সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।