ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের ন্যায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সোমবার (৮সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন। এতে সকল ধরনের দাপ্তরিক কাজ বন্ধ হয়ে গেছে।
বিভিন্ন সমস্যা নিয়ে আসা গ্রাহকরা সেবা না নিয়ে ফিরে যেতে দেখা গেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে ও চার দফা দাবিতে মোট ৮১ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৩৬ জন একযোগে এ ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে গলাচিপা জোনাল অফিস থেকে। তবে পটুয়াখালীর জেলা অফিস সহ বেশ কয়েকটি দপ্তরে সরেজমিন ঘুরে কোন কর্মকর্তা কর্মচারী দেখা যায়নি।
এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতির কোন কর্মকর্তা মুখ খুলছেন না মিডিয়ার কাছে। তবে তারা জানিয়েছেন, কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী সমিতির আন্দোলন চলমান থাকবে।