ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩২ পিএম
ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা সাইবার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদর ফেসবুক আইডি ডিজেবল করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তুলে ধরেন। আবিদুল ইসলাম খান বলেন, “আমার ভেরিফায়েড ফেসবুক আইডি একাধিকবার রহস্যজনকভাবে ডিজেবল করা হয়েছে। নির্বাচনের আগে আইডি ফিরে পাবো কিনা জানি না, অথচ এর মাধ্যমে আমি নির্বাচনি প্রচারণা চালাতাম, যা প্রচুর রিচ পাচ্ছিল।” তিনি আরও বলেন, “রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের ওপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে। তবে সত্যের জয় হবেই।”

জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “আমাদের তিনজনের আইডিতে সাইবার হামলা চালানো হয়েছে। পরাজয়ের আশঙ্কায় এমন আক্রমণ হচ্ছে। আজ আইডি গায়েব হচ্ছে, আগামীকাল নির্বাচিত হলে ৪০ হাজার শিক্ষার্থীর আইডিও ডিজেবল করা হতে পারে। আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাই—সাইবার আক্রমণের বিরুদ্ধে ব্যালট অ্যাটাকের মাধ্যমে জবাব দিন।”

ছাত্রদল শাখার দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী বলেন, “ভিপি প্রার্থী আবিদের ফেসবুক আইডি বারবার সাইবার আক্রমণের শিকার হয়েছে। আজ সকালেও একবার আক্রমণের চেষ্টা হয়েছিল। তবে এখন তা পুনরায় ডিজেবল করা হয়েছে।”

এছাড়া শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনের ফেসবুক আইডিও সাইবার হামলার শিকার হয়েছে। শিবির-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ জানিয়েছেন, তাদের প্যানেলের আইডিগুলোতে ক্রমাগত আক্রমণ চলছে, অনেকের আইডি সাসপেন্ডেড এবং কিছু আইডি বারবার লগআউট হচ্ছে।

চূড়ান্তভাবে, ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে সাইবার হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া আশা করছেন এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে