শেষযাত্রায় বদরুদ্দীন উমর: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত রাজনীতিক ও চিন্তক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৭ পিএম
শেষযাত্রায় বদরুদ্দীন উমর: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত রাজনীতিক ও চিন্তক

দেশের রাজনীতি ও সামাজিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র বদরুদ্দীন উমরের শেষযাত্রা সরল এবং গভীর শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে শেষ হয়েছে। সহযোদ্ধা, অনুসারী এবং সর্বস্তরের মানুষ তাকে স্মরণ করতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন। ফুলে-ফলে ভরে ওঠা স্থানটি ছিল তার প্রতি সম্মান ও শ্রদ্ধার নিদর্শন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ বদরুদ্দীন উমরের প্রতিচ্ছবি স্মরণে ফুলের মালা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্পণ করেছেন। তার জীবনের সততা, দেশের মানুষের কল্যাণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয় এবং এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হবে।

সরকারের পক্ষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মোর্শেদ, মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান। রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলি, যেমন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, উদীচী শিল্পী গোষ্ঠীসহ আরও বহু দল ও সংগঠনও উপস্থিত থেকে ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক ও রাজনীতিকরাও তাকে স্মরণে উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলাম বলেন, “বদরুদ্দীন উমর একজন সংগ্রামী মানুষ। আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। তার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে ভাষা আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস বর্ণনা করা তার দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স উল্লেখ করেন, “বদরুদ্দীন উমর জীবনের শেষ পর্যন্ত যে পথ অনুসরণ করেছেন, সেটি সততা ও অনন্য গুণের পরিচায়ক।” সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, “পরিণত বয়সে জীবনাবসান হয়েছে, তবে তার উচ্চশিক্ষা, বুদ্ধিভিত্তিক চিন্তা এবং সাংস্কৃতিক ও সাম্রাজ্যবাদবিরোধী কর্মকাণ্ড স্মরণীয়।” বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, “অন্যায় ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে কয়েকজন মানুষ ছিলেন, তাদের মধ্যে একজন বদরুদ্দীন উমর। মানবমুক্তির পক্ষে লড়তে আগ্রহী নতুন প্রজন্ম তার পথ অনুসরণ করে ভালো করতে পারবে।”

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফায়জুল হক বলেন, “বদরুদ্দীন উমর আজীবন অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি আমাদের প্রেরণার উৎস হয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।”

বদরুদ্দীন উমরের চির প্রস্থানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শূন্যতার অনুভূতি বিরাজ করছে। তবে তার জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে