আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে

একমাত্র শিক্ষকরাই দেশ রক্ষা করতে পারে: পার্বতীপুরের ইউএনও

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) :
| আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৭ পিএম | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৭ পিএম
একমাত্র শিক্ষকরাই দেশ রক্ষা করতে পারে: পার্বতীপুরের ইউএনও

বাল্যবিবাহ ঘটলে শিক্ষার্থীরা ঝড়ে পড়ে। ফলে সাক্ষরতার হার দিন দিন আরও কমে যায়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাক্ষরতার কোন বিকল্প নেই। একমাত্র শিক্ষকরাই দেশ রক্ষা করতে পারে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে জিবিকে সভাকক্ষে অনুষ্ঠত ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে’ উপরোক্ত কথাগুলো বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন। 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- গ্রাম বিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ.টি.এম ফরহাদুজ্জামান। এসময় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক বাবলুর রহমান, প্রশিক্ষণ ব্যবস্থাপক আবুল হাসিম, সাংবাদিক আতাউর রহমান, হাবিব ইফতেখার, সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার, উত্তবঙ্গ শিশু উন্নয়ন ফোরাম এর সহকারি শিক্ষিকা শিউলী হাসদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, গ্রাম বিকাশ কেন্দ্রের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন। এরআগে এক বণার্ঢ্য শোভাযাত্রা শহর সড়ক প্রদক্ষিণ করে। পরে জিবিকে চত্ত্বর এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে