ঝিনাইদহ জেলায় চলতি বছর ৪৫৫ মন্ডপে দূর্গাপুজার অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে বেশি। এসব মন্ডপে জেলা প্রশাসনের পক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমুলক সভায় এ তথ্য জানানো হয়।জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় জানানো হয়, আসন্ন দূর্গাপুজায় সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুন্ডুতে ২৭টি ও মহেশপুর উপজেলায় ৪৭টি মন্ডপে দূর্গাপুজার আয়োজন করা হয়।
প্রস্তুতিমুলক সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, এনএসআই কর্মকর্তা উত্তম কুমার কর, ডিজিএফআই কর্মকর্তা সারোয়ার হোসেন, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের মৌসুমী সুলতানা তুলি, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জামায়াত নেতা আব্দুল আলীম, তাজুল ইসলাম, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, হিন্দু সমপ্রদায়ের প্রতিনিধিদের মধ্যে দীপঙ্কর ঘোষ, মিলন কুমার ঘোষ, প্রহ্লাদ সরকার, তপন কুমার, বিজন কুমার ঘোষ ও ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সমপ্রদায়ের নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আরও বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির ঐতিহ্য ধরে রেখে নিরাপত্তা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের আবহে ঝিনাইদহে দুর্গাপূজা উদযাপন করা হবে।
দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ নজরদারি করবে। পাশাপাশি পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি স্থাপন, খাবার পানির ব্যবস্থা, বিদ্যুৎ ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।