ডুমুরিয়ার

গুটু‌দিয়া ইউপির অপসা‌রিত চেয়ারম‌্যানের বিরুদ্ধে গ্রাম পু‌লিশ‌কে মারধরের অভিযোগ

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
গুটু‌দিয়া ইউপির অপসা‌রিত চেয়ারম‌্যানের বিরুদ্ধে গ্রাম পু‌লিশ‌কে মারধরের অভিযোগ

খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার গুটু‌দিয়া ইউনিয়ন প‌রিষ‌দের অপসারিত চেয়ারম্যান আওয়ামী দোসর শেখ তুহিনুলের বিরুদ্ধে ২ নম্বর ওর্য়া‌ডের দা‌য়িত্বপ্রাপ্ত গ্রাম পু‌লিশ মার‌পিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী গ্রাম পু‌লিশ দিপু বিশ্বাস‌ আড়ংঘাটা থানাসহ সং‌শ্লিষ্ট দপ্ত‌রে লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন।              

ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসা‌রের দপ্ত‌রে দেয়া লি‌খিত অ‌ভি‌যোগ সূত্রে জানা যায়, দিপু বিশ্বাস ডুমুরিয়া উপজেলার  গুটুদিয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। প্রতি দিনের ন্যায় রোববার সকাল আনুমানিক ৯,১০ মিনিটে তিনি কর্মস্থালে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে সাবেক চেয়ারম্যান  শেখ তুহিনুল ইসলাম তুহিন  তার সাইকেল থেকে  নামিয়ে প্রশ্ন করে তুই জি আর এর চাইল কাকে দিয়েছিস। তখন উত্তরে তিনি বলেন মেম্বর বাবু যাকে দিয়েছে সে পেয়েছে। তখন সে দিপুকে বলে তুই কি চেয়ারম্যান হয়েছিস? এ কথা বলার পরপরই সে আমাকে একাধিক ভাবে মারধর করতে থাকে। তখন তার নিজস্ব ও সু‌বিধা‌ভোগী এক মহিলাকে ডেকে এনে বলে তুই এনার কাছ থেকে কত টাকা নিয়েছিস, সাথে সাথে সে মহিলা বলে আমি দিপুকে কোন টাকা দেয়নি। তাছাড়া গত কয়েক দিন আগে সাবেক চেয়ারম্যান আমার বাড়িতে যেয়ে আমাকে খুজে না পেয়ে আমার মা, এবং স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিনিয়ত সে আমাকে নানান ভাবে হয়রানি করছে। সে আমার কাছে নাগরিক সনদ নিয়ে যেতে বলে কিন্তু সে নাগরিকে কিছু লেখা থাকলে হবেনা। আমি তাকে বলি এটা অফিস আমাকে দিবে না। তারপরেও সে আমাকে হয়রানি করে চলেছে যার ফলশ্রুতিতে সে আমাকে জনসাধারনের সামনে পোষাক পরিহিত অবস্থায় মারধর করলো।                                                     

এদি‌কে দিপু বিশ্বা‌সের দেয়া অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসা‌রের নিকট প্রেরিত স্মারক -২০২৫/১৪ (৫৬) তা‌রিখ ৮ সে‌প্টেম্বর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে প্রতি‌বেদন জমা দেয়া হ‌য়ে‌ছে।                                                   

এ বিষ‌য়ে আড়ংঘাটা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ তু‌হিনুজ্জামান ব‌লেন,গ্রাম পু‌লিশ‌কে মার‌পিট করার ঘটনায় এক‌টি অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। ওই অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে। যে‌হেতু সরকা‌রি পোষাকধারী ব‌্যক্তি‌কে তু‌হিনুল ইসলাম না‌মে এক ব‌্যক্তি মার‌পিট ক‌রে‌ছে। এটি ফৌজদারী অপরা‌ধ ব‌লে জানান তি‌নি।

আপনার জেলার সংবাদ পড়তে