বাংলাদেশ জাতীয় মানবাধিকার এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আজ (৮ সেপ্টেম্বর) সোমবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীরের সঙ্গে একান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলাপচারিতায় অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের এ উদ্যোগে সম্পৃক্ত করা হলে সমাজ আরও সচেতন হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি মানবাধিকার এসোসিয়েশনের এ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে পূর্ণ সমর্থন জানান।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন সাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাফসা খাতুন ও সহ-সম্পাদিকা সানিয়া রহমান প্রমুখ।
সভাপতি আরমান হোসেন ডলার বলেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং গ্রামাঞ্চলে সচেতনতা বাড়ানো হবে।
সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ জানান, এসোসিয়েশনের পক্ষ থেকে এ কর্মসূচিকে ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে। আগামীতে জেলার বিভিন্ন উপজেলায়ও এ উদ্যোগ সম্প্রসারিত করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় মানবাধিকার এসোসিয়েশন বগুড়া জেলা কমিটি ইতোমধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। এবারের মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।