উগ্রতার মুখে ইসলামের সৌন্দর্য

রাজু আহমেদ | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ পিএম
উগ্রতার মুখে ইসলামের সৌন্দর্য
রাজু আহমেদ

বাংলাদেশেও এক অদৃশ্য মহল ইসলামোফোবিয়া বাড়াতে শান্তির ধর্ম ইসলামকে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তারা অত্যন্ত সুকৌশলে কাজ করছে। ইসলামের নামে এমন সব কাণ্ড-কারখানা ঘটানো হচ্ছে যা সাধারণ ও সরল মানুষকে গভীর ভাবনায় ফেলছে। এই ঘৃণ্যতার সাম্প্রতিক নজির-কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া। ধর্মের নামে বাড়াবাড়িকে শিল্পের রূপে পরিণত করা হয়েছে। এমন কিছু মানুষকে ব্যবহার করা হচ্ছে যাদের চেহারায় ‘পাক্কা মুসলিম’-এর ছাপ-জুব্বা, টুপি, লম্বা দাঁড়ি, আর বাছাইকৃত আয়াত-হাদিস। এভাবেই তাদেরকে ইসলামের ইজারাদার হিসেবে দাঁড় করানো হচ্ছে।

নারীর চাকরি নিয়ে এরা কথার ঝড় তোলে। মা-বোনদের নিয়ে কটূক্তি করে, তাদেরকে জাহান্নামি ফতোয়া দেয়। পথেঘাটে মানুষকে ধরে ইসলামের নামে চাপিয়ে দেয় এমন সব কথা, যা মূলধারার ইসলাম নয়। সম্প্রীতির বন্ধনকে এরা শত্রুতায় রূপান্তরিত করে ছিন্ন করতে চায়। ধর্মীয় দাঙ্গা বাধানোর চেষ্টা এদের অদৃশ্য লক্ষ্য। নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে অন্য সবাইকে বাতিল করে দেওয়ার প্রবণতা ভয়ঙ্করভাবে গেড়ে বসেছে। শুধু শত্রুর বিরুদ্ধেই নয়, নিজেদের মধ্যেও হানাহানি-মারামারি টেনে আনছে তারা। সাধারণ মানুষ এসব দেখে এখন বীতশ্রদ্ধ। “মোল্লা’’ শব্দটি প্রায় গালিতে পরিণত হয়েছে। ইসলামের সৌন্দর্যকে নস্যাৎ করার নীলনকশায় সক্রিয় কিছু গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।

ওয়াজের ময়দানে পরস্পরের বিরুদ্ধে কটূ আক্রমণ চালিয়ে তারা যেন ইসলামের নয়, বরং অন্য কোনো শক্তির ভাড়াটে এজেন্ট। ইসলামের আকিদা ছেড়ে ব্যক্তিসৃষ্ট মতবাদ চাপিয়ে দেওয়ার প্রতিযোগিতায় তারা ধর্মের ডিলারে পরিণত হয়েছে। সরল বিশ্বাসী মানুষদের বলি করে চলছে ধর্মের বাণিজ্যিকীকরণ। ফলে রেষারেষির ভিড়ে সত্য আবিষ্কার ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অথচ ধর্ম কারো ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। সবাইকে জোর করে ধার্মিক বানানোর প্রবণতা এবং নিজস্ব মতবাদের পক্ষে মানুষ টানার প্রতিযোগিতা অসহিষ্ণুতার আগুন জ্বালাচ্ছে। অথচ রবের সৃষ্ট জান্নাত ও জাহান্নামের দরজার সংখ্যা আট ও সাত-এত স্পষ্ট বার্তা থাকা সত্ত্বেও বাড়াবাড়ি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।

অবাধ স্বাধীনতার অপব্যবহারে উগ্রবাদ এখন আগ্রাসী রূপ নিয়েছে। অশিক্ষিত মানুষ উচ্ছৃঙ্খল না হলেও অর্ধশিক্ষিত ধার্মিক অনেক সময় উম্মাদের মতো আচরণ করে। সীমাহীন স্বাধীনতাকে অবমূল্যায়ন করে একদল বেছে নিয়েছে উন্মাদনার পথ। ইসলাম কায়েমের অজুহাতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অথচ যেকোনো মতবাদকে বিকল্প মতবাদ দিয়েই মোকাবিলা করতে হয়। ধর্ম প্রতিষ্ঠার জন্য অধর্মের পথ নেওয়া কখনো বুদ্ধিবৃত্তিক আচরণ নয়। তবু ইসলামে কালিমা লেপনের জন্য একদল মরিয়া হয়ে উঠেছে। এরা সৌন্দর্যকে বিষে পরিণত করে। মানসিকভাবে বিকারগ্রস্ত এই খণ্ড চক্রকে দেশি-বিদেশি চক্রান্ত ব্যবহার করছে। পয়সার কাছে আদর্শ বিক্রি করা মানুষদের কাছে ধর্মের যথার্থতা আশা করা নিছক বোকামি।

এখন দায়িত্ব নিতে হবে প্রকৃত ধর্মবেত্তাদের। ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়া, আগাছা-পরগাছাদের অপচেষ্টা রুখে দেওয়া, সরল বিশ্বাসী মানুষকে সঠিক পথে দিকনির্দেশনা দেওয়া-এগুলো তাদের কর্তব্য। ইসলামের বিরুদ্ধে অন্য মতবাদগুলো একজোট হয়ে বদনাম ছড়াচ্ছে। কথিত মুসলিম গোত্রভুক্তরা যাতে তাদের হাতিয়ার হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। ধর্মের সঠিক চর্চা ও সু-মহান আদর্শ প্রচারে আলেমদের নিরলস কাজ চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে-ধর্মের রাজনীতিকরণ আসলে ধর্ম অবমাননার পথ সহজ করে দেয়। সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হোক-এই হোক আমাদের নিত্য প্রার্থনা।

লেখক: রাজু আহমেদ, প্রাবন্ধিক

আপনার জেলার সংবাদ পড়তে