আশাশুনিতে আশাশুনি ও শ্যামনগর উপজেলার নারী দলের (ডব্লিউই-ডব্লিউই) অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি এতিম ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
ওয়াটার এইড এর সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন, রূপান্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচি পরিচালক মোঃ ফারুক আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ওয়াটার এইডের এ্যাসুসিয়েট ইঞ্জিনিয়ার মোঃ রিফাত, এইচবিসিসি জাহিদা সুলতানা, ইয়াং প্রফেশনাল জারিন লামিছা। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কর্মশালার উদ্দেশ্য, সংক্ষিপ্ত বিবরন এবং ডব্লিউই-ডব্লিউই মডেলের উপর মূল আলোচনা উপস্থাপন করেন, রূপান্তরের এরিয়া ম্যানেজার এমরান হোসেন। কর্মশালায় আশাশুনি ও শ্যামনগর উপজেলার ১৯টি নারী দল তাদের ব্যবহারিক অগ্রগতি, চ্যালেঞ্জ এবং শিক্ষা উপস্থাপন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে দাবী, প্রাপ্ত প্রশিক্ষনের ফলাফল উপস্থাপন করেন। তাদের পানি বিক্রী ব্যবসার পরিপুরক হতে পারে এসব ব্যবহারিক প্রশিক্ষনের বিষয়ে দাবী, সস্প্রসারন পরিকল্পনা বিশ্লেষণ করে আলোচনা রাখেন, রোজিনা খাতুন, গীতা রানী, অনিতা রানী মন্ডল, লাইলি ইয়াছমিন, মেরিনা পারভিন, পারুল রানী বৈদ্য, আম্বিয়া খাতুন প্রমুখ।