কক্সবাজার শহরের বদরমোকাম এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে রুমেল নামের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্র উচিয়ে তিনি এলাকাজুড়ে ত্রাস সৃষ্টি করে। এসময় মসজিদের সামনে গালাগালি করতে নিষেধ করায় রবিউল আলম নামের এক খাদেম কে একপাশে নিয়ে গিয়ে বেধম মারধর করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বদরমোকাম মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি। গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, রুমেল নামের ওই ব্যক্তি পিস্তল হাতে গালাগালি করছে। এসময় তিনি অস্ত্র উঁচিয়ে হাকাবকা করতে দেখা যায়। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূলত: উচ্ছেদ অভিযানে স্ক্র্যাপ লুট করতে ব্যর্থ হয়ে রুমেল এই তান্ডব চালায়। এলাকাবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁকে অস্ত্র উদ্ধার করে রুমেল কে আইনের আওতায় আনার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে রুমেলের কাছে জানতে চাইলে এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করেন।
রুমেলের হামলায় আহত বদরমোকাম মসজিদের খাদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।