গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সাথে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবীর মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলাইমান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমা সরকার, কালীগঞ্জ পৌর মহিলা দলের আহবায়ক শাহানাজ আক্তার চামেলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীরা অনেক জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে। তারা কালীগঞ্জের উন্নয়নের নামে টাকা-পয়সা লুটপাট করে নিজেরা আর্থিকভাবে লাভবান হয়েছে। বর্তমানে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হয় না, জরাজীর্ণ অডিটোরিয়াম, শিশু পার্কের নাজুক অবস্থা ও মাদক থেকে পরিত্রানের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আমি আপনাদের সেবা করতে এসেছি। যদি সেবা না করতে পারি তবে আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। যেখানে মানুষের প্রয়োজন সেখানে আমি কাজ করবো। যখন আপনাকে সবাই সম্মান করবে তখন আপনি সম্মানিত হবেন। সাম্প্রদায়ক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেই জন্য সকলকে সর্তক থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। সমাজে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থার মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। সেই জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে হবে। প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেইদিকে নজর রেখে মব জাস্টিস বন্ধ করতে হবে। আপনাদের নিয়ে মিলেমিশে কাজ করবো। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। এই সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলাদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।