ঝিনাইদহের ৮ ছাত্রনেতা ডাকসু নির্বাচনে ভোট করছেন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম
ঝিনাইদহের ৮ ছাত্রনেতা ডাকসু নির্বাচনে ভোট করছেন

ঝিনাইদহ জেলার ৮ ছাত্র নেতা ডাকসু নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করছেন। জাতীয়তাবাদি ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদ প্যানেল থেকে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৮ তরুণ নির্বাচন করছেন। তাদের মধ্যে দুইজন হল ছাত্র সংসদের ভিপি পদে লড়াই করছেন।ঝিনাইদহের যে সব ছাত্রনেতা ডাকসু নির্বাচনে লড়াই করছেন তারা হলেন, কবি জসিম উদ্দীন হলের ভিপি প্রার্থী মহেশপুর উপজেলার আব্দুল ওহেদ,শেখ মুজিবুর রহমান হলের ভিপি প্রার্থী মহেশপুর উপজেলার সাঈফ আল ইসলাম দীপ নির্বাচন করছেন।

অপরদিকে বিজয় একাত্তর হলের সাহিত্য সম্পাদক প্রার্থী মহেশপুর উপজেলার ইমতিয়াজ আহমেদ রনি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পাঠকক্ষ সম্পাদক শৈলকুপা উপজেলার আসফিরান আশিক রহমান,মাস্টারদা সূর্যসেন হলের পাঠকক্ষ সম্পাদক ঝিনাইদহ সদর উপজেলার শাকিল আহমেদ,একই হলের সংস্কৃতি সম্পাদক প্রার্থী হরিণাকুন্ডু উপজেলার সাব্বির রহমান,জিয়াউর রহমান হলের বহিরাঙ্গণ ক্রীড়া সম্পাদক বিএম ফাহাদ ইয়া ও মহসিন হলের সদস্য প্রার্থী আবদুল্লাহ।ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমেন জানান, একই জেলা থেকে ৮জন ছাত্রনেতার ভোট করা নজীর বিহীন।

আপনার জেলার সংবাদ পড়তে