দর্শনামোড় থেকে একনলা বন্দুক, কার্টুজ ও গুলি উদ্ধার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ পিএম
দর্শনামোড় থেকে একনলা বন্দুক, কার্টুজ ও গুলি উদ্ধার

রংপুর নগরীর দর্শনা শুটকির মোড় এলাকার একটি বাউন্ডারি ঘেরা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলির উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শাজাহান আলী অস্ত্র উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে গোপন সংবাদের উপর ভিত্তি করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নগরীর দর্শনা মডান মোড় মহাসড়কের শুটকির মোড় এলাকা থেকে ১০০ গজ দক্ষিনে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তা গুলোতে তল্লাশি চালিয়ে ১০টি এক নালা বন্দুক  ৩৬ রাউন্ড কার্টুজ ওগুলি উদ্ধার করেছে। 

পুলিশ জানিয়েছে অস্ত্রগুলো কোথা থেকে কারা নিয়েছে সেখানে রেখেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। 

এ ব্যাপারে মেট্রোপলিটন  তাজহাট থানার ওসি শাজাহান আলী জানান অস্ত্রগুলো কারা নিয়ে এসেছে তারাই সেখানে রেখেছে সব তদন্ত করে দেখা হচ্ছে। 

দায়ীদের চিহ্নিত করে গ্রেফতার করার প্রয়োজনে পদক্ষেপ নেয়া হচ্ছে। 

তিনি  আরো জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা এখন প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে