মামলা-হামলা-কারাবরণ পেরিয়ে গাবতলী বিএনপির ভরসার জায়গায় নতুন

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম
মামলা-হামলা-কারাবরণ পেরিয়ে গাবতলী বিএনপির ভরসার জায়গায় নতুন

গাবতলী উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে আসছেন। ছাত্ররাজনীতি দিয়ে শুরু হওয়া তার রাজনৈতিক জীবনে পদে পদে দায়িত্ব পালন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদান, মামলা-হামলা ও কারাবরণ-সবই রয়েছে সমানভাবে।

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন এনামুল হক নতুন। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালে তিনি বালিয়াদিঘী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সময়ে তিনি গাবতলী থানা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি একাধিকবার গাবতলী থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং একবার সিনিয়র সহ-সভাপতি হন।

পরবর্তীতে তিনি গাবতলী থানা ছাত্রদলের সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ছাত্রদলের প্রতিটি স্তরে সক্রিয় নেতৃত্ব প্রদানের মাধ্যমে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।

২০০৪ সালে এনামুল হক নতুন গাবতলী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে গঠিত হয় গাবতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। সেই কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ভোটের মাধ্যমে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর গঠিত আহ্বায়ক কমিটিতে জননেতা মোরশেদ মিল্টন ছিলেন এক নম্বর সদস্য এবং এনামুল হক নতুন ছিলেন দুই নম্বর সদস্য। এর মাধ্যমে তিনি উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতত্বে জায়গা করে নেন।

২০২২ সালের ২৭ মে গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সেই সম্মেলনে জননেতা মোরশেদ মিল্টন সভাপতি এবং এনামুল হক নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের  ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে এনামুল হক নতুন একাধিক মামলার আসামি হয়েছেন। আন্দোলন-সংগ্রামের কারণে তাকে বারবার কারাবরণও করতে হয়েছে। তবে এসব প্রতিবন্ধকতা তাকে রাজনীতি থেকে দূরে সরাতে পারেনি। তিনি এখনও গাবতলী উপজেলা বিএনপির মাঠ পর্যায়ের কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।

নেতাকর্মীদের কাছে এনামুল হক নতুন “নতুন ভাই”নামেই বেশি পরিচিত। তারা বলছেন, নতুন ভাই শুধু দলের নেতা নন, তিনি একজন কর্মীবান্ধব সংগঠক। সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, মাঠের রাজনীতিতে অংশগ্রহণ করা এবং দলের কর্মীদের সাহস যোগানো এসব গুণের জন্য তিনি নেতাকর্মীদের আস্থার জায়গা দখল করেছেন।

এনামুল হক নতুনের দীর্ঘ রাজনৈতিক পথচলা প্রমাণ করে, তিনি একদিনের নেতা নন। ছাত্রদল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পর্যন্ত প্রতিটি ধাপে দায়িত্ব পালন করে তিনি গাবতলীর বিএনপিকে সংগঠিত করেছেন। তার নেতৃত্বে আগামী দিনে গাবতলী উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে