মেক্সিকোয় ট্রেনের ধাক্কায় ডাবল-ডেকার বাস বিধ্বস্ত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম
মেক্সিকোয় ট্রেনের ধাক্কায় ডাবল-ডেকার বাস বিধ্বস্ত, নিহত ১০

মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাস মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে আটলাকোমুলকো ও মিচোয়াকান রাজ্যের মারাভাতিও শহরের মাঝামাঝি শিল্পাঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দ্রুতগামী ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রম করতে থাকা বাসটিকে মাঝ বরাবর ধাক্কা দিলে তা দুইভাগ হয়ে যায়। ট্রেনের ধাক্কায় বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং একটি অংশ রেললাইনের পাশে ছিটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রেন আসার সময় বাসটি যানজটে আটকে ছিল। ফলে সেটি সময়মতো লাইন পার হতে পারেনি। স্থানীয় ব্যক্তি মিগুয়েল সানচেজ বলেন, “আমরা ট্রেনের হুইসেল শুনেছিলাম, এরপরই প্রচণ্ড শব্দ হয়। প্রথমে গাড়ির সংঘর্ষ ভেবেছিলাম, পরে বুঝি ভেতরে অনেক যাত্রী ছিল।”

দুর্ঘটনার পর কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি দে মেক্সিকো, যারা ট্রেনটি পরিচালনা করে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। তারা চালকদের সতর্ক থাকার এবং লেভেল ক্রসিংয়ে সাইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। অপরদিকে দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী কোম্পানি হেরাডুরা দে প্লাতা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

স্কাই নিউজ জানায়, মেক্সিকোয় রেলক্রসিংয়ে দুর্ঘটনা বাড়ছে। ২০২০ সালে যেখানে ৬০২টি দুর্ঘটনা হয়েছিল, ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০-তে। গত মাসেই গুয়ানাজুয়াতো রাজ্যে একই ধরনের ট্রেন দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান।

মেক্সিকোর সড়ক দুর্ঘটনার চিত্রও শঙ্কাজনক। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশটির ফেডারেল হাইওয়েতে ১২ হাজারের বেশি দুর্ঘটনা ঘটে, যাতে প্রাণ হারান প্রায় ১ হাজার ৯০০ জন। বিশ্লেষকরা বলছেন, বাসনির্ভর পরিবহন ব্যবস্থা, দুর্বল সড়ক অবকাঠামো এবং রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতা এই দুর্ঘটনার প্রধান কারণ। সূত্র: রয়টার্স, স্কাই নিউজ