কলারোয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার উদ্যোগে আয়োজিত গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার ব্যবস্থাপক ইমদাদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন- কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো: আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-সাতক্ষীরার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক এসএমএ কাইয়ুম, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, গ্রাহক সমাবেশে উপস্থিত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকতারা শাখার সকল স্তরের গ্রাহকদের সঙ্গে মত বিনিময়কালে কৃষি ব্যাংকের বর্তমান আধুনিক ব্যাংকিং কার্যক্রম ও বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। পাশাপাশি গ্রাহকরাও তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। এসময় ব্যাংকের খিলাপি ঋণের বিষয় নিয়ে ব্যাংকের কর্মকর্তা আলোচনা করেন। গ্রাহক সমাবেশটি সোনাবাড়িয়া ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সোনাবাড়িয়া কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এম এ গফুর।