মোল্লাহাটে পোনা মাছ অবমুক্ত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪২ পিএম
মোল্লাহাটে পোনা মাছ অবমুক্ত

বাগেরহাটের মোল্লাহাটে ২০২৫/২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”(১ম সংশোধিত) এর আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ দীঘির পানিতে আনুষ্ঠানিকভাবে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক কে এম মাহামুদুল হক, উদয়পুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে