রহমতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
রহমতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবুগঞ্জ বাজারস্থ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে চাল বিতরণ কার্যক্রম চলে।

এদিন ১৫ টাকা কেজি দরে মোট ৬০৮ জন সুবিধাভোগীর প্রত্যেকে ৩০ কেজি করে চাল ক্রয় করার সুযোগ পান। এতে প্রায় ১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। হতদরিদ্র জনগণ এই চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ মনিরুজ্জামান সৌরভ, ট্যাগ অফিসারের প্রতিনিধি মোহাম্মদ আবু সায়েম এবং কেদারপুর ইউনিয়ন বিএনপি নেতা নোমান সিদ্দিকী সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ জুবায়ের হোসেন ও মোঃ কামরুল হোসেন। এ ধরনের কর্মসূচি সামাজিক নিরাপত্তা বলয়ে বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন উপস্থিত সকলে।

আপনার জেলার সংবাদ পড়তে