রাজারহাটে ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:০২ এএম
রাজারহাটে ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাট গলায় রশি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার(২৫ডিসেম্বর) ভোরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির গ্রামে।  এলাকাবাসীরা জানান, ওই গ্রামের একরামুল হকের ছেলে সাদকুল হক(১৯) অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে শয়ন ঘরে চলে যায়। বুধবার(২৫ডিসেম্বর) সকালে বাড়ির লোকজন তার দরজায় কাড়া নাড়লে দরজা খুলে যায়। ঘরের ভিতর সাদেকুল হকের ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন ও এলাকবাসী। সে শয়ন ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্য করে। খবর পেয়ে ওইদিন বিকালে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। এসময় মৃতের বাবা-মা বাড়িতে ছিল না। তবে তদন্তকারী পুলিশ অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, সাদেকুল তার বাবা- মায়ের সাথে ঢাকায় অবস্থান করছিল। মঙ্গলবার বাবা-মায়ের সাথে অভিমান করে বাড়িতে এসে  আত্মহত্যা করেছে বলে ধারনা করা করা হচ্ছে। এব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সাদেকুল হকের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে