গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমকে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য জানিয়ে বললেন, “কামাল হোসেনকে গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তাঁর শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি আগের চেয়ে ভালো আছেন।”
দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দেশবাসীর কাছে কামাল হোসেনের পক্ষে দোয়া চেয়েছেন।