অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যতের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রমে সহায়তা করার লক্ষ্যে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
যাপানে বাংলাদেশিদের পাঠানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির অংশ হিসেবে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, যারা জাপানি ভাষায় দক্ষ এবং নির্দিষ্ট কিছু দক্ষতা রাখেন, তাদের জন্য জাপানে কাজের সুযোগ থাকবে।”
ব্যাংক খাতের সংস্কার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২২টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সংযুক্তি নিয়েও আলোচনা চলছে।
‘ব্যাংক একীভূতকরণের ফলে আমানতকারীদের কোনো ক্ষতি হবে না। ব্যাংক মিশে গেলেও গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে’-এমনটাই আশ্বস্ত করেন ড. সালেহউদ্দিন।