কালিগঞ্জে জামায়াতের গণসংযোগ পক্ষ উপলক্ষে ওরিয়েন্টেশন

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২২ পিএম
কালিগঞ্জে জামায়াতের গণসংযোগ পক্ষ উপলক্ষে ওরিয়েন্টেশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার জামায়াতের উদ্যোগে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে সকল ইউনিয়নের টিম সদস্যদের নিয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি আসাদুজ্জামান মুকুল। তিনি বলেন, গণসংযোগ পক্ষে আমাদের সকল শ্রেণি পেশার মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছায়ে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করে তাদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে জামায়াতের কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সবুর। এ সময় জেলা শিক্ষা বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল ও উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলটি দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে