নোয়াখালীতে এক গৃহবধূর পরকীয়ার জেরে প্রবাস ফেরত স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত নাসিম উদ্দিন রাসেলকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের জব্বার ডাক্তার বাড়ির আতিক উদ্দিন এর পুত্র। কিছু দিন আগে ওমান থেকে ছুটিতে বাড়ি আসেন। বিদেশ থেকে টাকা পয়সা তার স্ত্রী সাহিদা আক্তার শেলীর নামে পাঠায়। স্বামী বিদেশ থাকার সুবাদে তার স্ত্রী জড়িয়ে পড়ে পরকিয়ায়। বিভিন্ন এনজিও থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে পরকিয়া প্রেমিককে দেয় বলে তার বাবা ও এলাকাবাসী জানায়। রাসেল তার স্ত্রীকে পরকীয়া থেকে ফিরে আসতে বললে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করতো বলে অভিযোগ রয়েছে। শনিবার রাতে শেলী তার পরকীয়া প্রেমিক মিলে তার স্বামীর মাথা সহ শরীরের বিভিন্ন অংশে দা ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় রাসেলের মস্তিষ্কে রক্তক্ষরণ ও মগজ বের হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে তার স্ত্রী শেলী নাটক সাজাতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে দরজার বাইরে এসে গুনগুন করে কাঁদতে থাকে। যাতে করে সবাই বুঝে তার ঘরে ডাকাত ঢ়ুকেছে। ফজরের নামাজ পড়তে উঠে পুত্রবধূর কান্নার আওয়াজ শুনে শাশুড়ি শামসুন্নাহার এগিয়ে যায় এবং ঘরে ঢ়ুকে তার ছেলের মাথা থেকে অনর্গল রক্ত এবং মগজ পড়ে দেখে চিৎকার দেয়।
মসজিদে থাকা মুসল্লি ও চারদিকের লোকজন এগিয়ে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে এবং তার স্ত্রী শেলীকে আটক করে।পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে ঘাতক গৃহবধূ শেলিকে নিয়ে যায় । এ বিষয়ে তার শশুর আতিক উদ্দিন বাদী হয়ে বেগমগন্জ মডেল থানায় মামলা করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে জেলা যদি প্রেরণ করে। এদিকে ওই গৃহবধূর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।