ঈদগাঁওতে নির্বাচন কেন্দ্রিক ইউনিয়ন জামায়াতের তৎপরতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম
ঈদগাঁওতে নির্বাচন কেন্দ্রিক ইউনিয়ন জামায়াতের তৎপরতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন নির্বাচন পরিচালক ও আমির অধ্যাপক মো. হাকিম আলী এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও কলেজ সাংগঠনিক থানা সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক জামশেদ আলী, ইউনিয়ন ওলামা বিভাগের পরিচালক মাওলানা আলী আহাম্মদ হেলালি, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার আব্দুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়নের সভাপতি আলী হোসাইন জিসান ও যুব বিভাগের সেক্রেটারি সানাউল্লাহ প্রমুখ। সভায় আসন্ন নির্বাচনী কার্যক্রমকে সফলভাবে পরিচালনার জন্য নানা দিক-নির্দেশনা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে