দিনাজপুরের মন্ত্রী খুরশিদ জাহান হক এর কবর জিয়ারত

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ এএম
দিনাজপুরের মন্ত্রী খুরশিদ জাহান হক এর কবর জিয়ারত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হক এর কবর জিয়ারত করেছেন। দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত প্রয়াত মন্ত্রী খুশির জাহান হক ছাড়াও বেগম খালেদা জিয়ার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা রত্নগর্ভা মরহুমা তৈয়বা মজুমদার এর কবর জিয়ারত করেন তিনি।  এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি আবু বকর সিদ্দিক, মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশীদ কালু, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী সহ জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে