সোমবার (৮ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা বিএনপির কর্তৃক ঘোষিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি আহবায়ক কমিটি প্রত্যাক্ষন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধী দলীয় জয়ণুল আবদিন ফারুক গ্রুপ মঙ্গলবার বিকেলে ফারুক গ্রুপ পৌরশহরে দক্ষিন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি হয়। এ সময় মিছিল থেকে অবৈধ কমিটি মানি না মানব না ও জেলা বিএনপির আহবায়ক মাহবুর আলমগীর আলো,সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ সহ জেলা আহবায়ক কমিটির গালে গালে জুতা মারো তালে তালে সহ নানা রকম শ্লোগান দেওয়া হয়। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধ ঘোষিত কমিটি বাতিলের আল্ট্রিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূজি ধেওয়া হবে বলে বক্তারা হুশিযারী উ”্চারণ করেন
সামাবেশে বক্তব্য রাখেন, পৌর কমিটির যুগ্ম আহবায়ক ফারুক বাবুল । এসময় ঘোষিত কমিটির উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আবদুর হান্নান ও পৌরসভার কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।