ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাজশাহীর কৃতি সন্তান মুশফিকুজ্জামান। তিনি তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামানের বড় ছেলে মুশফিকুজ্জামান।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মুশফিকুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করে ৩৪৩ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে বিজয় অর্জন করেন। নির্বাচনে বিজয়ের পর তাঁর বাবা কামরুজ্জামান সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করে শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন, যাতে মুশফিকুজ্জামান ছাত্র নেতৃত্বের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারেন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মুশফিকুজ্জামান মুহসীন হলের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “আমি সব সময় সহপাঠীদের পাশে থেকে তাদের অধিকার ও স্বার্থে কাজ করতে চাই।”