আটঘরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৬ পিএম
আটঘরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার জালালের ঢালু নামক স্থানে অজ্ঞাত (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আটঘরিয়া থানার এসআই চাঁন মিয়া জানান, নিহত ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাতের কোন এক সময়ে দ্রুতগ্রামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানাযায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে