সিরাজগঞ্জ রায়গঞ্জের ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা। এ ঘটনায় বাদী হয়ে মুজাহিদুল ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২ জনের নামে সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮ টার দিকে ভূঞাগাঁতী বাসস্ট্যান্ডে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুজাহিদুলের সাথে যুবলীগ নেতা ফরিদুলের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে আওয়ামীলীগ সংঘবন্ধ হয়ে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে মুজাহিদুলের উপর অতর্কিত হামলা চালায়। মুজাহিদুল গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৫ জন নামীয় আসামীরা হলেন ফরিদুল ইসলাম, রায়গঞ্জের সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, সেচ্ছাসেবক লীগ নেতা কালা জাকারিয়া, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলীম মেম্বার, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মেলা প্রমূখ। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মনোজিত কুমার নন্দী মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়ে আমার জানা নেই, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।