ভালুকায় উপজেলার ৫ নং বিরুনীয়া ইউপি পরিষদের কৃষি অধিদপ্তরের কক্ষে শেখ হাসিনার ও শেখ মুজিবুর রহমানের ছবি টানানো ছিল অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আনলাইন পোর্টালে চেয়ারম্যানের বিরুদ্দে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। প্রতিবাদে ১০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলার সেভেন স্টার হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, যে কক্ষে ছবি টানানোর কথা বলা হয়েছে সেই কক্ষটি কৃষি উপসহকারী ব্যবহার করেন। কক্ষটি দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। ওই কক্ষের চাবি তাদের কাছে থাকে। এঘটনায় একটি মহল তাকে আওয়ামী দোসর বানিয়ে মব করার চেষ্টা করছে। তিনি ছাত্রদল করেছেন। বর্তমানে জাসাস কেন্দ্রিয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। একটি মহল অনৈতিক সুবিদা না পেয়ে তার বিরুদ্ধে এসব প্রপাগান্ডা ছড়াচ্ছে। মিথ্যা বানোয়াট ও তথ্যবিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নের্তৃবৃন্দ।