ছাত্রসমাজ গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত, নিজেদের নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত তারা: জামায়াত আমির

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৯ পিএম
ছাত্রসমাজ গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত, নিজেদের নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত তারা: জামায়াত আমির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে দেশের শিক্ষাঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নবনির্বাচিত প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বুধবার জামায়াতের আমির এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি শুধু বিজয়ীদেরই নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়াকে সফল করার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন প্রমাণ করেছে, ছাত্রসমাজ গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত এবং তারা নিজেদের নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত। যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমি আশা করি, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সত্যিকার অর্থে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।”

বিবৃতিতে জামায়াত আমির নির্বাচন আয়োজনকারীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য আমি আন্তর্র্বতী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।”

তিনি উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দেশের গণতান্ত্রিক চর্চায় নতুন প্রাণ সঞ্চার করেছে। এটি শুধু শিক্ষাঙ্গনের জন্য নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে নির্বাচন চলাকালে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “ডাকসুর ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী ইন্তেকাল করেছেন। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে