বিরলে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উপলক্ষে সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম
বিরলে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উপলক্ষে সভা

‎দিনাজপুরের বিরলে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি'র সহযোগিতায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী, গোলাম সাকলাইন, স্পনসরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম প্রমূখ। ‎আলোচনা সভা শেষে শিক্ষার্থীবৃন্দ সাইকেল র‍্যালি নিয়ে শংকরপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন।

আপনার জেলার সংবাদ পড়তে